
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। জেলায় ২৯ জুলাই থেকে এ পর্যন্ত ৭৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে এক শিক্ষিকা ঢাকায় চিকিৎধীন অবস্থায় মারা গেছেন। ডেঙ্গু আতঙ্কে হাসপাতালগুলোতে ভিড় করছে জ্বরে আক্রান্ত রোগীরা। রোগীদের চাপ সামলাতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তপক্ষ।
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি হাসপাতালে রোগীর চাপ বেড়ে গেছে। ১০০ শয্যার হাসপাতালটিতে প্রতিদিন রোগী ভিড় করছে হাজারেরও বেশী। এতো রোগী সামাল দিতে হিমসিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এনিয়ে ১৩ জন ডেঙ্গু রোগী শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আজ ৫ ডেঙ্গুরোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ হাসপাতালে একটি কক্ষকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিশেষ সেবা দেয়া হচ্ছে। সদর হাসপালে একটি ডেঙ্গ সেবা ডেক্স খোলা হয়েছে। এ ডেক্সের মাধ্যমে রোগীদের ডেঙ্গু সর্ম্পকে সচেতন করার চেষ্টা চালানো হচ্ছে।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ বলেন, আমাদের হাসপাতালে মোট ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৫ জন, আর ৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজনকে গত রাতে প্লাটিলেট কমে যাওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে। ডেঙ্গু রোগীদের সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। ডেঙ্গু আতঙ্কে হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আতঙ্কিত সাধারণ রোগীরা হাসপাতালে ভিড় করায় সেবা দিতে হিমশিম খাচ্ছি। তবু আমরা আন্তরিকতার সাথে সেবা দিতে চেষ্টা চালাচ্ছি।
শরীয়তপুর সিভিল সার্জন ডা. খলিলুর রহমান বলেন, গত ২৯ জুলাই প্রথমে শরীযতপুরে ডেঙ্গু রোগী সনাক্ত হয়। সে থেকে আজ পর্যন্ত ৭৩ জন রোগী সনাক্ত হয়েছে। এদের অধিকাংশই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছে। কিন্তু সম্প্রতি শরীয়তপুরে থেকেও আক্রান্তের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
